সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৫
সুরমা মেইলঃ অবশেষে ইটের বিপরীতে পাটকেল ছুড়লেন বলিউড অভিনেত্রী সানি লিয়ন । সম্প্রতি কম্যুনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতা অতুল কুমার অঞ্জন সানি অভিনীত একটি কনডমের বিজ্ঞাপন প্রসঙ্গে বলেন, “এ ধরনের বিজ্ঞাপন যখন দেশের টিভি আর পত্রপত্রিকায় প্রচারিত হবে তখন ধর্ষণের হার তো বাড়বেই। এগুলো বন্ধ করতে হবে।”
এ বক্তব্যের জবাব দেয়ার জন্য মাইক্রোব্লগিং সাইট টুইটারকে বেছে নেন সানি। তিনি টুইট করেন, “খুবই দুঃখজনক যে সমাজের প্রভাবশালী ব্যক্তিরা তাদের গুরুত্বপূর্ণ সময় আমার পেছনে নষ্ট করছেন, যে সময়ে তাদের ব্যয় করা উচিৎ দুদর্শাগ্রস্ত মানুষের পেছনে।
হিন্দি সিনেমায় অভিনয় শুরু করার পর থেকে নিয়মিত বিতর্কের মুখোমুখি হতে হচ্ছে সানিকে। চলতি বছর তার বিরুদ্ধে অশ্লীলতা প্রচারের অভিযোগ এনে মামলা করেন এক গৃহবধূ ও একটি ডানপন্থী সংগঠন। সানিকে ভারতছাড়া করার দাবীও উঠেছে।
Design and developed by ওয়েব হোম বিডি