সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬
বিনোদন ডেস্ক :: বরাবরই তিনি না কি এরকমটা করে থাকেন! স্রেফ ক্ষমতাশালী বলেই কেউ কিছু বলতে সাহস পান না! এরকমটাই দাবি করছেন আনুশকা শর্মা। তবে রাখঢাক তার স্বভাবে নেই বলে তিনি চুপ করে থাকলেন না। সোজাসাপটা জানিয়ে দিলেন- করণ জোহর বলিউডের নায়িকাদের গায়ে বেশ বাজে ভাবে হাত দিয়ে থাকেন!
সম্প্রতি এমনই বিস্ফোরক কথা বেরিয়ে এল আনুশকা শর্মার মুখ থেকে। কফি উইথ করণ সিজন ৫-এর এক পর্বে তিনি আর ক্যাটরিনা কাইফ এসেছিলেন করণ জোহরের অতিথি হয়ে। সেখানেই কথায় কথায় করণ জোহর জানান, অ্যায় দিল হ্যায় মুশকিল শুট করার সময়ে তিনি প্রায় আনুশকা শর্মার প্রেমে পড়ে গিয়েছিলেন! তার পরেই সবার সামনে এই বিস্ফোরক মন্তব্য করেন নায়িকা।
আনুশকা বলেন, এই প্রসঙ্গটা এখন না তোলাই উচিত হবে! তুমি আমার প্রেমে পড়ে গিয়ে ওইরকম করতে বুঝি? আমি একেক সময় ভেবেছি থানা-পুলিশ করব কি না! বলতে বাধ্য হচ্ছি- তুমি অ্যায় দিল হ্যায় মুশকিল শুট করার সময় আমার গায়ে খুবই বাজে ভাবে হাত দিতে!
সবাই প্রথমে ভেবেছিলেন, আনুশকা বোধহয় ঠাট্টা করছেন। সেই জন্যেই কথাটা শোনার পরে রসিকতা করেন ক্যাটরিনা কাইফ- বোধহয় তোমার ভিতর থেকে আগুন বের করার জন্যে ওরকম করত! কিন্তু তার পরেই বুঝতে পারেন ক্যাটরিনা- অনশকা ঠাট্টা করছেন না। কেন না, একের পর এক বিস্ফোরক অভিযোগ করণ জোহরের বিরুদ্ধে আনতে থাকেন অনশকা। শুধু আমিই নই, দিন কয়েক আগে এই একই অভিযোগ করেছে জ্যাকলিন ফার্নান্ডেজও! জ্যাকলিনের দাবি, কয়েক দিন আগেই এক পার্টিতে করণ ওর গায়ে খারাপ ভাবে হাত বুলিয়েছে!
বেগতিক দেখে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন ক্যাটরিনা। বলেন, এইসব কথাবার্তা আপাতত বন্ধ থাক! আমি তোমাদের দুজনকেই খুব ভালবাসি! তাই চাই না- দুজনের কেউই কোনওরকম সমস্যায় পড়ুক! ক্যাটরিনার এই অনুরোধের পরে প্রসঙ্গ বদলান আনুশকা!
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি