করিম উল্লাহ মার্কেটে অভিযান: বিপুল চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪

করিম উল্লাহ মার্কেটে অভিযান: বিপুল চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মোবাইল মার্কেট খ্যাত নগরীর করিম উল্লাহ মার্কেটে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিভিন্ন মোবাইল সার্ভিসিং দোকান থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে আইএমইআই পরিবর্তনকারী সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১০ জুন) করিম উল্লাহ মার্কেটের ৩য় তলা অভিযান চালিয়ে চোরাই মোবাইল উদ্ধার ও মোবাইল চোর, ছিনতাইকারী চক্র ও আইএমইআই পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৩১টি স্মার্ট মোবাইল, ১০টি বাটন মোবাইল, ১০টি ট্যাব, ২টি পিসি, ৩টি মনিটর, ২টি কীবোর্ড, ২টি মাউস, ১টি হার্ডড্রাইভ, ২টি পেনড্রাইভ, নগদ ৭৫ হাজার ৫৫০ টাকা এবং ১টি আইএমইআই পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয়।

 

মঙ্গলবার (১১ জুন) দুপুরে র‍্যাব-৯ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের দক্ষিন সুরমা থানা এলাকার রফিকুল ইসলাম সেতাবের ছেলে নজিবুল ইসলাম জেবলু (২২), একই থানাধীন ধরাদরপুর গ্রামের আমির আলীর ছেলে মোঃ ইমন (২২), একই গ্রামের আব্দুর রজ্জাকের ছেলে আব্দুর রহমান (২২), শাহপরান থানাধীন লামাপাড়া এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ আব্দুর রহিম (২৮), মোঘলাবাজার থানা এলাকার সিলামটিকরপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মিজানুর রহমান (২২) ও হবিগঞ্জের বাহুবল থানাধীন ভবানীপুর গ্রামের মোঃ আকল মিয়ার ছেলে মোঃ মাসুদ মিয়া (২৩)।

 

র‍্যাব জানায়, সিলেট শহরের বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক সংঘবদ্ধ মোবাইল চুরি ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। তারা খুব অল্প সময়ে চুরি-ছিনতাইয়ের কাজ শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে চুরি ও ছিনতাইকৃত এসব মোবাইল পরবর্তীতে আইএমইআই পরিবর্তন করা হয়। পাশাপাশি তারা মোবাইলের কেসিং, ডিসপ্লে পরিবর্তন করে ফেলে। অনেক ক্ষেত্রে এই সকল মোবাইল বিভিন্ন অপরাধের জন্য অপরাধীরা ক্রয় করে থাকে। গ্রেপ্তারকৃত এই চক্রটি দীর্ঘদিন যাবত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত চক্রটি প্রায় ২০ থেকে ২৫ হাজারের অধিক মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানা গেছে। তারা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যেই যে কোনো মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয়ের জন্য প্রস্তুত করে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com