করোনাভাইরাস পরীক্ষা করাতে লাগবে ২০০, ৫০০ টাকা

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০

করোনাভাইরাস পরীক্ষা করাতে লাগবে ২০০, ৫০০ টাকা

সুরমা মেইল ডেস্ক : বিজ্ঞপ্তি অনুসারে ২০০ টাকা তাদের কাছ থেকেই নেওয়া হবে যারা সরকারচালিত প্রতিষ্ঠানে এসে নমুনা পরীক্ষা করাবেন। অন্যদিকে, বাড়িতে গিয়ে কারও নমুনা সংগ্রহ করতে হলে সেক্ষেত্রে ৫০০ টাকা করে নেওয়া হবে।

 

সরকারি ব্যবস্থাপনায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ক্ষেত্রে ২০০ ও ৫০০ টাকা ব্যয় নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

সোমবার (২৯ জুন) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. নার্গিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে নির্দেশনাটি খুব শিগগিরই কার্যকর করা হবে।

 

বিজ্ঞপ্তি অনুসারে, যারা সরকারচালিত প্রতিষ্ঠানসমূহে এসে নমুনা পরীক্ষা করাবেন তাদের কাছ থেকে ২০০ টাকা ফি নেওয়া হবে। অন্যদিকে, বাড়িতে গিয়ে কারও নমুনা সংগ্রহ করতে হলে সেক্ষেত্রে ৫০০ টাকা করে নেওয়া হবে।

 

এর আগে গত ৭ জুন স্বাস্থ্যসেবা বিভাগ এসংক্রান্ত একটি প্রস্তাবনা অর্থ বিভাগকে পাঠায়, যা পরবর্তীতে ১৫ জুন অনুমোদন দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পদক্ষেপ অপ্রয়োজনে নমুনা পরীক্ষা বন্ধ করতে এবং ব্যবস্থাপনা উন্নয়নে নেওয়া হয়েছে। কেননা, অনেকেই কোনরকম লক্ষণ না থাকার পরও বিনামূল্যে নমুনা পরীক্ষা করিয়েছেন।

 

সেখানে আরও বলা হয়, এই সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং নমুনা পরীক্ষা থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com