কর্মচারী ইউনিয়নে আ’লীগের দোসর প্রদীপসহ কথিত নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

কর্মচারী ইউনিয়নে আ’লীগের দোসর প্রদীপসহ কথিত নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ

প্রদীপ কুমার, আয়ুব আলী, ফখরুল ইসলাম, ইলিয়াস আলী ও বশির উদ্দিন। 


জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভুক্ত কর্মচারী ইউনিয়ন (বি-১১০৬) ফ্যাসিবাদ আওয়ামী লীগের মদদপুষ্ট নেতা প্রদীপ কুমার শর্মা, বশির উদ্দিন, নজরুল ইসলাম ও ইলিয়াছ আলীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগ এনেছেন কর্মচারী ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালেক ও সদস্য খসরু মিয়া।

 

তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সুপারিশসহ গত ২৫ সেপ্টেম্বর অভিযোগ পত্র সিলেট জেলা শ্রমিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ কাছে হস্তান্তর করেছেন।

 

অভিযোগ সূত্রে জানাযায়, ২০১৭ সালের ২৪ জুলাই তৎকালীন সিলেট-৪ আসনের সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের সুপারিশ ক্রমে উল্লেখিত অভিযুক্তরা সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে শ্রমিকদলের কর্মচারী ইউনিয়নের (বি-১১০৬) কমিটিতে বিভিন্ন পদে আসিন হয়ে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারী জাতীয়তাবাদী শ্রমিকদলের সমর্থন নিয়ে সিবিএ নির্বাচনে জয়লাভের মাধ্যমে সিবিএ গঠন করেন।

সিবিএ গঠনের পর থেকে প্রদীপ কুমার শর্মা, বশির উদ্দিন, নজরুল ইসলাম ও ইলিয়াছ আলী জাতিয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের “বি-টিম” হয়ে কাজ শুরু করে নানা সুবিধা নেন এবং ২০২০ সালের আগস্ট মাসে আওয়ামী লীগের ক্ষমতা বলে বিভিন্ন পদে স্থানীয় ৫২ জন যুবককে খন্ডকালীন নিয়োগ দিয়ে প্রদীপ কুমার শর্মা কোটি টাকার বানিজ্য করেছেন এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

পরবর্তীতে ২০২০ সালের ১৫ অক্টোবর সিবিএ নির্বাচনে জাতীয়তাবাদী শ্রমিকদলের বি-১১০৬ এর ব্যানার, পোষ্ঠার, লিফলেট-এ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান লিখে প্রচার ও প্রচারনার কারনে বিএনপি নেতাকর্মীদের হৃদয়ের রক্তক্ষরণ সৃষ্টি হয়। অনুরুপ ভাবে ২০২২ সালের ২৮ নভেম্বর সিবিএ নির্বাচনে তারা প্রচারনা করে পরাজিত হয়।

 

এদিকে ২০২২ সালের ১১ ডিসেম্বর তৎকালিন সভাপতি প্রদীপ কুমার র্শমা ভারতে চিকিৎসা নিতে যাওয়ার প্রাক্কালে সংগঠনের পত্রে আওয়ামী লীগ কর্মচারীলীগের ব্যানারে কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত বশির আহমদকে সহ-সভাপতি এবং প্রচার সম্পাদক ইলিয়াছ আলীকে অর্থ সম্পাদক কো-অপ্ট করে নিয়োগ দেন। যাহা বিএনপি ও সহযোগী সংগঠনের গঠনতন্ত্রের বিরোধী বলে দাবী করেন।

প্রদীপ কুমার সুস্থ হয়ে দেশে ফিরে কাজে যোগদান করলে অভিযুক্তরা মুজিবকোর্ট পরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে যোগদানসহ বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচীতে অংশনেন তাদের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা করেন।

 

গত বছরের (২০২৪) ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে নেতারা শ্রমিকদলের কর্মচারী ইউনিয়নের (বি-১১০৬) হয়ে কাজ শুরুর চেষ্ঠা চালাচ্ছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট নেতা বশির উদ্দিন, ইলিয়াছ অপসারনের দাবী তুলে অভিযোগ করেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মচারী ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালেক।

 

জানতে চাইলে অভিযুক্ত ইলিয়াছ বলেন, আমার বিএনপির রাজনীতিতে আছি এর বাহিরে কিছুই না। একটি পক্ষ আমাদের বিরুদ্ধ অপ্রপ্রচার করছে।

 

এ বিষয়ে অভিযুক্ত বশির আহমদ বলেন, আমরা বিএনপিতে ছিলাম এবং আছি। চাকুরির সুবির্ধাতে আমরা একান্ত বাধ্য হয়ে বিভিন্ন দিবসে অংশ গ্রহন করি। একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

 

জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাওন আহমদ বলেন, আমরা চাই সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মচারী ইউনিয়ন ফ্যাসিবাদ আওয়ামীলীগ কর্মীদের স্থান থাকবে না। পরিক্ষিত জাতীয়তাবাদী কর্মীকে স্থান দিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক অপসারন করা হউক।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবিএম জাকারিয়া বলেন, বশির উদ্দিন ও ইলিয়াছ বিএনপি রাজনীতির আদর্শত্যাগ করে তারা ফ্যাসিবাদ আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা পালন করেছে। গত ৫ আগষ্ঠের পর থেকে ফের বিএনপির ভূমিকা পালন করবে এটা কোন ভাবে কম্য নয়। আমি বিএনপির কর্মী হিসাবে অভিলম্বে তাদের বহিস্কার দাবী করছি।

 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুব দলের আহবায়ক, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, বিষয়টি আমার কাছে প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছি।

 

জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ফতেপুর (হরিপুর) ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, এরাই বিএনপির চরম শত্রু, তারা বিএনপিকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি যখন ঘুরে দাঁড়িছে যাচ্ছে, তারা আবার দলে ফেরার চিন্তা করছে। এদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

 

(সুরমামেইল/জেআই)


 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com