কলকাতায় বাঙালি ভূতের গল্পে জয়া

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৬

কলকাতায় বাঙালি ভূতের গল্পে জয়া

Joya

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : কলকাতার নতুন দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান। বেশ কিছুদিন আগে তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এরপর সেই ছবির কাজ করতে গিয়েই নতুন দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। জানা গেছে, ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘বাঙালি ভূতের গল্প’ ও শিবপ্রধান চট্টোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘কণ্ঠ’ ছবিতে অভিনয় করছেন তিনি। ইন্দ্রনীল এর আগে ফড়িং নামের চলচ্চিত্র পরিচালনা করে বেশ আলোচিত হয়েছেন। ‘বাঙালি ভূতের গল্প’ চলচ্চিত্রে জয়ার বিপরীতে অভিনয় করছেন ইন্দ্রশিষ ও জয়দীপ অন্যদিকে ‘কণ্ঠ’ ছবিতে তার বিপরীতে কে অভিনয় করছেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। জয়া আহসান বললেন, ‘এ বছর কলকাতার তিনটি চলচ্চিত্রে কাজ করছি। চলতি বছরেই ছবিগুলো মুক্তি পাবে। ইতিমধ্যে ‘রাজ কাহিনী’ ও বাঙালি ‘ভূতের গল্প’ ছবির কাজ শুরু হয়েছে।’ –

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com