কলম্বিয়ায় দীর্ঘ ৫০ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

কলম্বিয়ায় দীর্ঘ ৫০ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান

colombia_39246আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৫০ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটেছে কলম্বিয়ায়। বৃহস্পতিবার কিউভার রাজধানী হাভানায় দেশটির সরকার ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার এক ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে এ গৃহযুদ্ধের অবসান হয়।

ঐতিহাসিক এ চুক্তিতে সই করেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ও ফার্ক নেতা টিমোলিওন জিমেনেজ। তবে, আগামী মাসে হবে চূড়ান্ত চুক্তি। এতে বলা হয়, চূড়ান্ত ওই চুক্তির পর ছয় মাসে জাতিসংঘের পর্যবেক্ষকদের কাছে সব অস্ত্র জমা দেবে বিদ্রোহীরা। এই প্রক্রিয়ার জন্য সাময়িকভাবে একটি অঞ্চল তৈরি করা হবে। যেখানে সাত বিদ্রোহীর থাকার জন্য ছাউনি থাকবে। নিরাপত্তার খাতিরে বেসামরিক কেউ বিদ্রোহীদের ওই অঞ্চলে প্রবেশের অনুমতি পাবে না।

চুক্তি স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় ফার্ক বিদ্রোহীদের নেতা টিমোলিওন জিমেনেজ বলেন, এটাই হোক যুদ্ধের শেষ দিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানকে ‘ঐতিহাসিক দিন’ উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, মৃত্যু, হামলা ও যন্ত্রণার ৫০টি বছরের সমাপ্তিতে পৌঁছেছি। এটা ফার্কদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের সমাপ্তি।

আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশের পর রাজধানী বোগোতার রাস্তায় লোকজন বের হয়ে আসে। শুরু হয় আনন্দ উল্লাস। পরস্পরকে আলিঙ্গন করে ও স্বমস্বরে জাতীয় সঙ্গীত গায় তারা।

কলম্বিয়ায় সরকার ও ফার্ক বিদ্রোহীদের পাঁচ দশকের সংঘর্ষে প্রাণ হারিয়েছে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ। গৃহহীন হয়েছে প্রায় এক কোটি মানুষ। তিন বছর আগে কিউবার উদ্যোগে বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়।  সূত্র: দ্যা গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com