কলেজ ছাত্রী খাদিজাকে হত্যার চেষ্টা, সিলেট বিএনপির নিন্দা

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

কলেজ ছাত্রী খাদিজাকে হত্যার চেষ্টা, সিলেট বিএনপির নিন্দা

downloadসুরমা মেইল নিউজ :: শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম এমসি কলেজে ক্যাম্পাসে প্রকাশ্যে সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী নার্গিস আক্তার খাদিজার উপর নির্মম ভাবে কুপিয়ে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মানুষ রুপী হিংস্র এই জানোয়ারকে দৃষ্ঠান্ত মুলক শাস্থির আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর সভাপতি নাসিম হেসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সাধারন সম্পাদক বদরুল ইসলাম কর্তৃক সিলেটের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে একটি মেয়ের উপর উপুর্যপুরী চুরিকাঘাত মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। বদরুলকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। যাতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর কোন ছাত্র বদরুলের মত অমানুষ না হয়। এছাড়া নার্গিসের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com