সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫
সুরমা মেইল : বাংলাদেশে আউটডোর ব্যাডমিন্টনের ইতিহাসে সবচেয়ে বড় আসর ‘কাউন্সিলর আজাদ কাপ একক ও দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬’ এর পর্দা উঠেছে গতকাল। সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটির উদ্বোধন করেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সদস্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আবদুল মোমেন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক আজিজুর রহমান মানিকের সভাপতিত্বে জনপ্রিয় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, টুর্নামেন্টের প্রবর্তক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ক্রীড়া সংগঠক মুহিত সুজন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আতাউল্লাহ সাকের, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সমর উদ্দিন মানিক, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রঞ্জিত সরকার, অধ্যাপক হেলিম উদ্দিন প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি