কাছে আসার পর আজ শুধু ভালোবাসাবাসি

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬

কাছে আসার পর আজ শুধু ভালোবাসাবাসি

Manual2 Ad Code

Love
সুরমা মেইল নিউজ : দূর থেকে একটু দেখা, কাছে আসার পর আলতো ছোঁয়া আর মনে মনে ফাগুন রচনার ওই ক্ষণকালের নামই বোধহয় প্রেম। আজ ভালোবাসার দিন। আজ প্রেয়সীর পানে একগুচ্ছ গোলাপ তুলে দিয়ে প্রেমকাতর হৃদয় বলে উঠবে পৃথিবীর সবচেয়ে ব্যাকুল করা বাক্যটি ‘আমি তোমায় ভোলোবাসি’। আর তার সঙ্গে সঙ্গে ফালগুনের এই রাঙা সকাল, বিকেল বা রাতটাও হয়ে উঠবে প্রেমিক যুগলের জীবনের শ্রেষ্ঠ সময়। আজ ভ্যালেন্টাইস ডে। আজ প্রথম কবিতার মতো যেমন অনেকের জীবনে প্রথম প্রেম ধরা দেবে, তেমনি অনেক প্রেমিক যুগল হয়তো সেলিব্রেট করবেন তাদের একসঙ্গে পথচলার ৫-১০ বছর বা তার ওদিক। প্রিয় মানুষটির সামনে ভালোবাসার রঙে নিজেকে সাজিয়ে উপস্থিত হবেন আরেকবার। বাহুবন্ধনে আবদ্ধ হয়ে কবি উৎপলকুমার বসুর কথাগুলো আওড়ে যাবেন ‘যা নয় তোমার বাহু/তাই কালো তাই অন্ধকার’। ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস সার্বজনীন হলেও দিবসিটিতে তারুণ্যেরই জয়জয়কার দেখা যায়। আর দিবসটির মূলত প্রেমিক-প্রেমিকা বা মানব-মানবীর চিরায়ত প্রেমকেই বোঝানো হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code