কাজল একচল্লিশে রূপের আবেদন বেড়েই চলেছে

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬

কাজল একচল্লিশে রূপের আবেদন বেড়েই চলেছে

download (1)

বিনোদর ডেস্ক : বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল। ভারতীয় চলচ্চিত্রে কাজল এমন একটি নাম যার জনপ্রিয়তা দিন যত গড়াচ্ছে ততই বেড়ে চলেছে। এটাও সত্যি যে চেহারায় তার বয়সের কোনো ছাপই ফেলতে পারেনি।

বলিউড চলচ্চিত্রে পা রাখার পর দাপিয়ে চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তারপর সংসারের প্রয়োজনে কয়েক বছর অভিনয়ের বাইরে ছিলেন তিনি। কিছুদিন বিরতি কাটিয়ে ফের শাহরুখের বিপরীতে ‘দিলওয়ালে’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরেন কাজল।

সংসার অভিনয় কেনোটাই অবহেলা করেননি তিনি। কাজের ক্ষেত্রে একজন পেশাদার অভিনেত্রীর পরিচয় দিয়েছেন তিনি। সময়ের সঙ্গে কাজলের রূপ যেন নতুন করেই খোলস ছাড়ছে। একচল্লিশ বছর বয়সেও রূপের আবেদন বেড়েই চলেছে।

সম্প্রতি একটি ফটোশুটে অংশ নেন কাজল। ফটোশুটের স্থিরচিত্রগুলো সে কথাই বলছে। তার এই ফটোশুটের মোহমীয় স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com