কাতারে শ্রমিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করলে জরিমানা

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

কাতারে শ্রমিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করলে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক :: কাতারে কোনো নিয়োগকর্তা শ্রমিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করলে সংশোধিত শ্রম আইন অনুযায়ী তাকে জরিমানা গুণতে হবে ২৫ হাজার কাতারি রিয়াল (৬ হাজার ৮০০ মার্কিন ডলার)। এর আগে কাফালার আওতায় এ জরিমানার পরিমাণ ছিল মাত্র ১০ হাজার রিয়াল। আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার থেকে দেশটিতে দীর্ঘদিনের বিতর্কিত কাফালা স্পন্সর আইনের বিলুপ্তি ঘটে। এর পরিবর্তে দেশটিতে আজ বুধবার থেকে নতুন শ্রম আইন কার্যকর হয়েছে। নতুন এই আইনের ফলে কাফালা স্পন্সরের পরিবর্তে শ্রমিকরা চুক্তির ভিত্তিতে কাজ করতে পারবেন। এছাড়া শ্রমিকরা নিজের পছন্দ অনুযায়ী চাকরি পরিবর্তন করতে পারবেন।

সংশোধিত এ আইনের আগে দেশটিতে সব বিদেশি শ্রমিকের নিয়ন্ত্রক ছিল তার কাফিল বা স্পন্সর। বেতন ভাতা ঠিক সময়ে না পেলে, কিংবা শোষণের শিকার হলে চাকরি ছাড়া কিংবা অন্য কোথাও ভালো চাকরির সুযোগ পেলেও কাফিল বদলানোরও সুযোগ ছিল না। চাকরি ছাড়া কিংবা প্রয়োজনে দেশে ফিরে আসলে আরোপ হতো দুই বছরের নিষেধাজ্ঞা। কাফালা বলে পরিচিত এ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার পর অবশেষে তা বাতিল করা হয়।

নতুন আইনে বলা হয়, কোনো শ্রমিক দেশ ত্যাগ করতে চাইলে কাফালা অনুযায়ী এক্সিট ভিসার প্রয়োজন হতো; তবে এখন আর তা প্রয়োজন হবে না। তবে নতুন আইনেও দেশ ত্যাগের জন্য নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন আছে। তবে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কাও তৈরি হয়েছে নতুন এ আইনে।

এদিকে, দেশটিতে নতুন এ আইনের বাস্তবায়নের সঙ্গে বিদেশিদের জন্য একটি আপিল কমিটি গঠন করা হয়েছে; মঙ্গলবার থেকেই এ কমিটি কাজ শুরু করেছে। সূত্র: আরব নিউজ

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com