কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
কাতারের রাজধানী দোহায় সোমবার (২৩ জুন) একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এক প্রত্যক্ষদর্শীর বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলা চালানোর কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরান।

 

এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, কাতারের মার্কিন ঘাটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

 

তবে এই প্রতিবেন লেখা পর্যন্ত ইরাকে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

এর আগে অ্যাক্সিওস দাবি করেছিল, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

 

বিবিসিকে এক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে সম্ভাব্য হামলা নিয়ে হোয়াইট হাউজ ও প্রতিরক্ষা বিভাগ সতর্ক রয়েছে। দোহার বাইরে অবস্থিত এই ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান অভিযান কেন্দ্র অবস্থিত। সূত্রমতে, এখানে বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ ধারণা করছে।

 

রবিবার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে ইরান কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে।

 

এদিকে, মার্কিন সতর্কবার্তার পর কাতার সাময়িকভাবে তাদের আকাশপথ বন্ধ করেছে। ইরান এর আগে পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিল।

 

এর আগে, কাতারে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। মঙ্গলবার কাতারের বেশ কিছু স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com