কানাইঘাটের কুখ্যাত ডাকাত নুর আহমদ গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

কানাইঘাটের কুখ্যাত ডাকাত নুর আহমদ গ্রেপ্তার

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে একটি গণধর্ষণসহ একাধিক মামলার আসামি এবং দু’টি মামলার সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত নুর আহমদকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার (১১ অক্টোবর) রাতে র‌্যাব-৯ এর একটি টিম কানাইঘাট থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের লালারচক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা গেছ, কুখ্যাত ডাকাত নুর আহমদ গণধর্ষণ মামলার প্রধান আসামী দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। সে লালারচক গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।

Manual4 Ad Code

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত নুর আহমদ জি.আর ৯১/১৮ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ও সিলেটের কোতোয়ালী থানার জি.আর ৫০০/৩৮২১ মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়া কানাইঘাট থানায় দায়েরকৃত লালারচক গ্রামের এক মহিলাকে বছর খানেক পূর্বে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের প্রধান আসামী নুর আহমদ। সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বর্তমানে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে।

Manual1 Ad Code

 

এলাকার কুখ্যাত ডাকাত একসময়ের মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন দুর্ধর্ষ অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত নুর আহমদ ডাকাত গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্থি নেমে এসেছে।

 

Manual8 Ad Code

অনেকে জানিয়েছেন, নুর আহমদ সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের মাধ্যমে কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক, ইয়াবা বিক্রি করত।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code