কানাইঘাটে অগ্নিকান্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৭

কানাইঘাটে অগ্নিকান্ড, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে আগুনে ভষ্মিভূত হয়ে ৫টি পরিবারের প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। তাদের ক্ষতি কাটিয়ে উঠা খুব কষ্টকর হবে বলে গ্রামবাসী জানান।

বুধবার রাতে উপজেলার ঘড়াইর গ্রামের ইজ্জত উল্লাহর বসত ঘরসহ ৫টি পরিবারের ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। ।

তবে পূর্ব শত্রুতার কারণে কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। গ্রামবাসী অনেক চেষ্টা চালিয়ে রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ক্ষতিগ্রস্থ ইজ্জত উল্লাহ, ফারুক আহমদ, আইনুল হক, ইয়াকুব আলী ও ইরফান আলীর পরিবার। ভস্মিভূত পরিবারগুলো ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা খুব কষ্টকর হবে বলে গ্রামবাসী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com