সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব,কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ও জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট সরকারি কলেজ মাঠে-এ আয়োজন করা হয়।
বিপুল সংখ্যাক দর্শকদের উপস্থিতিতে প্রীতি ফুটবল ম্যাচ ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাইঘাটের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপত্তিত্বে ও সাবেক ছাত্রনেতা সংগঠনের সদস্য বদরুল আলম ও সাধারণ সম্পাদক সিয়াম আহমদ ফাহিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম.এ হান্নান,কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ,কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েস আহমদ,ডা: ইয়াকুব আলী,কৃষিবিদ মনসুর আলম সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ। প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে ৫-৪ গোলেআরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কানাইঘাটকে হারিয়ে ভারতের মেঘালয় রাজ্য থেকে আগত মঙ্গলপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে মামুন রশীদ মামুন বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ট সন্তান হওয়া সত্বেও প্রয়াত আরাফাত রহমান কোকো রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময় সহ সবসময় দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নেওয়ার জন্য নীরবে কাজ করেছিলেন। ক্রীড়াঙ্গণে তার এ অবদান জাতি সবসময় স্মরণ রাখবে।
তিনি আরো বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের ক্রীড়াঙ্গণকে দলীয় করণ করেছিলো। খেলাধূলায় দেশকে এগিয়ে নিতে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব অগ্রনী ভ‚মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
(সুরমামেইল/এমআর)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি