কানাইঘাটে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

কানাইঘাটে উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি :
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২৫ এর কানাইঘাট উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের আন্তঃইউনিয়ন জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ দেশব্যাপী অনুষ্ঠি হচ্ছে। এর ধারাবাহিকতায় কানাইঘাট উপজেলা পর্যায়ের উদ্বোধনী খেলার শুভ সূচনা করা হয়।

 

আগামীকাল রবিবার কানাইঘাট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উক্ত মাঠে অনুষ্ঠিত হবে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সারাদেশ থেকে ফুটবল সহ বিভিন্ন ইভেন্টে প্রতিভাবানদের খোঁজে বের করার জন্য জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ সূচনা করা হয়েছে এবং অন্যান্য ইভেন্টের আয়োজন করা হয়েছে। কানাইঘাটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জাতীয় পর্যায়ের সকল খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্রীড়ামোদী সহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

উদ্বোধনী খেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com