সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে মাসব্যাপী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনআইএলজি ঢাকার সহকারী পরিচালক মো: ইমরানুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুফিদুল হক, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শারীরিক শিক্ষক আতিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের সম্মানে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। প্রশিক্ষণ কোর্সে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। সরকার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বাহিনী গড়ে তুলার জন্য এ উদ্যোগ হাতে নিয়েছেন। তিনি ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি