সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে গত দু’দিনের করোনা টেস্ট রিপোর্টে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত রবিবার (২৮ জুন) করোনায় পজেটিভ রিপোর্ট আসে স্বাস্থ্য কমপ্লেক্সের এমবিবিএস চিকিৎসক ডাঃ মোঃ কামরুজ্জামান, স্বাস্থ্য সহকারী সোলেমান (৫২), উপজেলা সাবরেজিষ্ট্রার অফিসের সাব রেজিষ্ট্রার মোঃ মিরাজ উদ্দিন (৩৮)।
মঙ্গলবার (৩০ জুন) যাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে তারা হলেন- স্বাস্থ্য কমপ্লেক্সের এমবিবিএস চিকিৎসক ডাঃ জাকির হাসান দিদার (২৯), স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমান (৪৪), উপজেলার বীরদল আগফৌদ গ্রামের এনজিও কর্মী রুমান আহমদ (২৮), পর্বতপুর গ্রামের ইলেক্ট্রিশিয়ান মোঃ জয়নুল হক, পূবালী ব্যাংকের ক্যাশ ইনচার্জ বড়দেশ উত্তর গ্রামের মোঃ আব্দুল্লাহ (৩৯), একই ব্যাংকের ক্যাশ অফিসার জুলাই গ্রামের মেছবাহ (৩৪), পর্বতপুর রতনপুর গ্রামের সিকন্দর আলী (৬৫)।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ জানিয়েছেন, করোনায় ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন এমবিবিএস চিকিৎসক, ২জন উপ-সহকারী মেডিকেল অফিসার, হেলথ্ ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিসহ ১৬ জন কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের পুণরায় রিপোর্ট নেগেটিভ এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য সেবায় চরম ব্যাঘ্যাত ঘটছে।
সচেতন মহল জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ পৌরসভার রায়গড়, ডালাইচর, মহেশপুর সহ বিভিন্ন এলাকায় অর্ধ শতাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় উক্ত এলাকাকে রেড জোন ঘোষণা করে শীঘ্রই লকডাউন দেওয়ার জন্য সিলেটের উর্ধ্বতন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি