কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের সামনে পিতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের সামনে পিতাকে কুপিয়ে হত্যা

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের সামনে পিতাকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম: ফয়জুল হোসেন (৬৮)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডের মূল ঘাতক এলাকার বহু অপকর্মের হুতা সুলতান আহমদকে (৫০) গ্রেফতার করেছে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো রাম দা উদ্ধার করে পুলিশ।

সুলতান আহমদ একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে ফয়জুল হোসেনকে আপন চাচাতো ভাই সুলতান আহমদ বসত বাড়িতে নৃশংস ভাবে ধারালো রাম দা দিয়ে জবাই করে ঘটনাস্থলে হত্যা করে। হত্যাকান্ডের পর ঘাতক সুলতান আহমদ সে তার চাচাতো ভাই ফয়জুল হোসনকে হত্যা করেছে বলে এলাকাবাসী ও থানা পুলিশের সামনে বিরদর্পে স্বীকার করে।

স্থানীয়রা জানান, ফয়জুল হোসেনের সাথে সুলতান আহমদ এর বসত বাড়ির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত কয়েকদিন থেকে ধারালো দা নিয়ে সুলতান আহমদ চাচাতো ভাই ফয়জুল হোসনকে হত্যার পরিকল্পনা করছিল। শুক্রবার সকালে যখন ফয়জুল হোসন তার প্রবাসী ছেলে আলী রাজাকে নিয়ে নিজ বসত ঘরে অবস্থান করছিলেন। এ সময় ধারালো রাম দা নিয়ে সুলতান আহমদ অকথ্য ভাষায় গালিগালাজ করে ফয়জুল হোসেন ও তার প্রবাসী ছেলের দিকে দা নিয়ে কোপানোর চেষ্টা করে। তখন প্রবাসী আলী রাজা প্রাণ রক্ষার্থে সরে গেলে সুলতান আহমদ রাম দা দিয়ে ফয়জুল হোসনের মাথা ও গলায় এলোপাতাড়ি কোপিয়ে জবাই করে নৃশংস ভাবে হত্যা করে।

খবর পেয়ে স্থানীয় লোকজন সুলতান আহমদকে তার বসত ঘরে ঘেরাও করে রেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতান আহমদকে নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা রাম দা জব্দ করে।

এ ঘটনায় নিহতের ছেলে কাতার প্রবাসী আলী রাজা বাদী হয়ে থানায় সুলতান আহমদসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, হত্যাকারী নিজেও হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে।

এদিকে আপন চাচাতো ভাই ফয়জুল হোসেনের হত্যাকারী সুলতান আহমদ এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিল। সে সব-সময় এলাকায় দা নিয়ে বেপরোয়াভাবে চলাফেরা করত। তার ভয়ে আপন ভাই ও চাচাতো অপর ভাইয়েরা ভয়ে বাড়ি ছেড়ে সিলেট শহরে বসবাস করছে বলে জানান স্থানীয়রা।

 

(সুরমামেইল/এমআর)


 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com