কানাইঘাটে জাতীয় ইমাম সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

কানাইঘাটে জাতীয় ইমাম সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচী বিষয়ে কানাইঘাটে এক মতবিনিময় সভা শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ইসলামি ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় ইমাম সমিতির আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও সিলেট জেলার সভাপতি এড. মাওলানা এহসান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রচার সম্পাদক মাওলানা শামসীর হারুন রশীদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।

 

মাওলানা রফিক আহমদের সভাপতিত্বে ও মাওলানা বিলাল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাও. হাফিজ নজির আহমদ, মাও. আজির উদ্দিন, মাও. লুৎফুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে জাতীয় ইমাম সমিতির লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন এবং ইসলামের প্রচার-প্রসার ও রাষ্ট্র প্রদত্ত সকল কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের সক্রীয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে ইমাম-মুয়াজ্জিনদের ন্যায্য দাবী-দাওয়া পূরনে অর্ন্তবতীকালীন সরকারকে এগিয়ে আসার আহŸান জানান জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com