সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের কানাইঘাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে প্রশাসন চত্ত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার। বক্তব্য দেন, থানার এস.আই শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও কানাইঘাট বাজার অগ্রগামী ক্ষুদ্র ব্যবসায়ী সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমজীবির পক্ষে অরণ্য সমবায় সমিতির সভাপতি শমসের আলম, সানরাইজ বহুমুখী সমবায় সমিতির সদস্য হাবিব উল্লাহ, নিজ বড়চাতল সমবায় সমিতির সভাপতি ফখর উদ্দিন সহ আরো অনেকে।
সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, স্বনির্ভর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। সমবায় সমিতি গঠনের মাধ্যমে একটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে তোলা সম্ভব। তিনি কানাইঘাট উপজেলার প্রতিটি এলাকায় সমবায় সংগঠন গড়ে তুলে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন এবং সমবায়ীদের উন্নতি সাধনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। সেই সাথে সমবায়ীদের সমস্যাগুলো দূরীকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব-ধরনের ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি