সিলেট ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে বাড়তি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে।
প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকি সহ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। যাতে করে অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে না পারে এজন্য বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানিয়েছেন এবং বাজার মনিটরিং এর পাশাপাশি হাট-বাজারে যানজট মুক্ত ও ফুটপাত মুক্ত অভিযানও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রশাসনের অভিযান জোরদার করায় ইতিমধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিশেষ করে সবজির দাম অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। প্রশাসনের অভিযান অব্যাহত থাকারও অভিমত ব্যক্ত করেছেন ক্রেতারা।
এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, আনসার ও ভিডিপি কর্মকর্তা, স্যাসিটারি ইন্সপেক্টর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি সদস্য ও থানার অফিসার ইনচার্জকে সদস্য সচিব করা হয়েছে। তারা প্রতিদিন বাজার মনিটরিং করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে বলে জানা গেছে।
(সুরমামেইল/এমআর)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি