কানাইঘাটে নদী ভাঙ্গন, বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

কানাইঘাটে নদী ভাঙ্গন, বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা

কানাইঘাট প্রতিনিধি : উজান থেকে আসা পাহাড়ী ঢলের কারনে সিলেটের কানাইঘাটের সুরমা নদীর বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙন কবলিত নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের মধ্যে উৎকন্ঠা দেখা দিয়েছে।

 

শনিবার (২৭ জুন) রাতে পৌরসভার ডালাইচর, বিষ্ণুপুর, বনগৌরিপুর সুরমা ডাইক সহ ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম ও জয়ফৌদ সুরমা ডাইকে মারাত্মক ভাঙন দেখা দিলে জনসাধারণের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়।

 

নদী ভাঙ্গনের খবর পেয়ে এ ৩টি ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে রবিবার (২৮ জুন) দিনভর পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানসহ সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

 

নদী ভাঙ্গন প্রতিরোধে তাৎক্ষণিক ভাঙ্গন কবলিত ২টি জায়গায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বালুর বস্তা ও বাঁশের গড় দিয়ে ভাঙ্গন প্রতিরোধ করা হলেও, জয়ফৌদ গ্রামের সুরমা ডাইকের ভাঙ্গন মারাত্মক দেখা দেয়ায় যে কোন সময় অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হতে পারে স্থানীয় লোকজন জানিয়েছেন।

 

এ সময় নির্বাহী কর্মকর্তার বারিউল করিমের সাথে উপস্থিত ছিলেন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ জনপ্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com