সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :
সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের বাড়িতে দুই দফায় হামলা লুটপাট ও ক্ষতি সাধন করা হয়েছে। গত ৫ আগস্ট ও ২ সেপ্টেম্বর উপজেলার বড়দেশ দক্ষিণ গ্রামের জিল্লুর রহমানের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (৪ সেপ্টেম্বর) কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- কানাইঘাট উপজেলার বড়দেশ দক্ষিণ গ্রামের মৃত নছিরুল হকের পুত্র রাসেল আহমদ এবং একই বড়দেশ উত্তর (পাঁচঘরি) গ্রামের নূরুল হকের পুত্র আবুল কালামসহ অজ্ঞাতনামা কয়েকজন।
জানা গেছে, কানাইঘাট উপজেলার বড়দেশ দক্ষিণ গ্রামের জিল্লুর রহমান খানের সাথে একই গ্রামের মাদক ব্যবসায়ী রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ফলে নিরাপত্তাহীনতা জনিত কারণে জিল্লুর রহমান খান নিজঘর তালা দিয়ে সিলেট শহরতলী শাহপরাণ এলাকার একটি বাসায় চলে আাসেন। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ রাসেল ও আবুল কসলাম গত ৫ আগস্ট সকালে দলবল নিয়ে জিল্লুর রহমানের বসতঘরে সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা ঘরের আসবাবপত্র তছনছ ও ভাংচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং প্রায় দেড়লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।
পরবর্তী গত ২ সেপ্টেম্বর ফের রাসেল ও তার সহযোগীরা জিল্লুর রহমানের বাড়িতে হামলা করে গাছবৃক্ষ নিধন করে প্রায় সোয়া লাখ টাকার ক্ষতিসাধন করে। পাশাপাশি জিল্লুরকে সপরিবারে হত্যার হুমকি দেয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনার প্রাথমিক তথ্যের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা রুজু করা হবে।
(সুরমামেইল/এমএইচ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি