সিলেট ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাটে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলার নবাগত কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী সহ জনপ্রতিনিধিবৃন্দ।
সার ও বীজ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, বর্তমান সরকার কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ সার-বীজ ও প্রণোদনা দেয়ার কারনে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। কৃষকরা সরকারি প্রণোদনা পেয়ে দিন দিন চাষাবাদে মনোযোগী হচ্ছেন এবং কৃষি অফিসের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের নানাভাবে সেবা দেয়ার কারনে উন্নত জাতের ফলনের মাধ্যমে নিজেরা সাবলম্বী হওয়ার পাশাপাশি খাদ্য মজুদে ভূমিকা রাখছেন। বিনামূল্যে এসব বীজ ও সার কাজে লাগিয়ে কানাইঘাটে আউশধানের আবাদ বৃদ্ধি করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তারা।
(সুরমামেইল/এমআর)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি