কানাইঘাটে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা আদায়

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

কানাইঘাটে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা আদায়

কানাইঘাট প্রতিনিধি :
স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ১০ দফা নির্দেশনা পালন নিশ্চিত করতে সারাদেশের ন্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালে অভিযান শুরু করা হয়েছে।

 

বৃহস্পতিবার সিলেট জেলার সিভিল সার্জনের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের জারিকরা ১০ দফা নির্দেশনা পালনের লক্ষ্যে উপজেলা সহকারি কমশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ সুবল চন্দ্র বর্মনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

পৌর শহরে অবস্থিত মা-মনি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, হলি হেলথ্ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দি আজাদ ডায়াগনস্টিক সেন্টার ও এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় এসব প্রতিষ্ঠানের নিবন্ধন, কর্তব্যরত চিকিৎসক ও প্যাথলজি টেকনেশিয়ানদের কাগজপত্র যাছাই-বাছাই করা হয়। কিছু অনিয়ম ধরা পড়ায় দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ও ৪৫ ধারায় সহকারি কমিশনার ভ‚মি ফয়সাল আহমেদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ সুবল চন্দ্র বর্মন বলেন, অভিযানে গিয়ে তারা বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পেয়েছেন। অনিয়মের কারণে দু’টি প্রতিষ্ঠানকে জরিমান করা হয়েছে এবং দু’টি প্রতিষ্ঠানকে প্রাথমিক পর্যায়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নির্দেশনা আবশ্যিকভাবে মেনে চলারও নির্দেশ দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

অভিযানে সাথে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তনয় কুমার বর্ধন, থানার এস.আই দেবাশীষ সূত্রধর।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com