সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে ৯১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ মুসলিম উদ্দিন (৩৪) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে কানাইঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উত্তর দলইমাটি গ্রামে নিজ বসতঘর থেকে তাকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ৯১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মুসলিম উদ্দিন উত্তর দলইমাটি গ্রামের নজির আহমদের ছেলে।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, আসামী মুসলিম উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি