কানাইঘাটে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

কানাইঘাটে ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচীর উদ্বোধন

Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে ঘরে ঘরে ভোটার উদ্বুদ্ধকরন কর্মসূচীর উদ্বোধন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু)।

 

Manual2 Ad Code

সোমবার (৬ অক্টোবর) বাদ মাগরিব উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে ভোটার উদ্বুদ্ধ করন অনুষ্ঠানে সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে কানাইঘাট-জকিগঞ্জের ঘরে ঘরে সবার কাছে বিএনপির চেয়ার পার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাওয়াত পৌঁছে দেয়া সহ বিএনপির পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেয়ার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, কানাইঘাট-জকিগঞ্জের ঘরে ঘরে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। যতই ষড়যন্ত্র করা হোক সিলেট-৫ আসনে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ অঞ্চলের মানুষ পিছিয়ে পড়া জনপদের উন্নয়নে বিএনপিকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। বিএনপির পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে, কানাইঘাট-জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় প্রচার-প্রচারণা, সভা-সমাবেশে প্রতিদিন মানুষের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা পাচ্ছেন বলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেন।

 

Manual5 Ad Code

এরআগে বিকেল ৩টায় কানাইঘাট পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্থানীয় পৌর শহরের ইসলামিয়া কমিউনিটি সেন্টারে এক কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন (চাকসু)।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

কর্মীসভায় ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের উদ্বুদ্ধ সহ দেশ গঠনের বিএনপির পরিকল্পনা মানুষের সামনে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ঘরে ঘরে ভোটার উদ্বুদ্ধ করন ও কর্মী সভায় উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code