কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে। ২৬ শে মার্চ দিবসের সূচনা লগ্নে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।

 

প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তপক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এরপর থানা পুলিশ, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা আনসার ভিডিপি, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা স্কাউট টিম সহ সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পন করেন।

 

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সারাদেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ কুচওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল। কুচকাওয়াজ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠান শেষে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুভেচ্ছা উপকরন বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাদ যোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মের ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। প্রশাসন সহ অন্যান্য অনুষ্ঠানে সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধের চেতনা লালনের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।

 

প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেসক্লাব নেতবৃন্দের মধ্যে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তপক অর্পন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণকালে ক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। তৎকালীন পাকিস্থান শাসকগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতাকে ধমিয়ে রাখার জন্য সংবাদপত্রের উপর অঘোষিত ভাবে সেন্সরশীপ আরোপ করেছিল। কিন্তু সাংবাদিকরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন-নিপীড়ন, গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক পরিমন্ডলে জনমত তৈরি করেছিলেন বিধায় ৯মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। মহান মুক্তিযোদ্ধকে ধারন করে দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার আদায়ে সাংবাদিকদের দেশপ্রেমে উদ্বোদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। এছাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুন নুর, শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আলা উদ্দিন প্রমুখ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com