কানাইঘাটে রাস্তা মেরামতে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে জনচলাচলের রাস্তা মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ১০জন আহত হয়েছেন। বুধবার সকালে থানার উপরঝিঙ্গাবাড়ি এলাকাধীন চরিগ্রাম-বুরহানুদ্দিন সড়ক রাস্তায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাদিকুর রহমান (২৫), মামুন (৩৫),মূসা (৩০),আব্দুল করিম (৪০)রহিম উদ্দিন (৩৮) ও ফখরুজ্জামান (৩৮)। আহতদের মধ্যে প্রথমোক্ত ৫জনকে গুরুতর অবস্থায় সিরেট ওসমানি হাসপাতারে ভর্তি করা হয়েছে । অন্যরা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।

জানা গেছে, কানাইঘাট উপজেলার উপরঝিঙ্গাবাড়ি এলাকাধীন চরিগ্রামের গোপাট থেকে বুরহানুদ্দিন সড়ক পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন জনচলাচলের একটি রাস্তা। এ রাস্তা দিয়ে ঐরাকার সাধারণ মানুষ ও স্কুল মাদ্রাসার ছাতছাত্রীরা যাতায়াত করে থাকে। এ বছরের ২০ জুন  প্রতিপক্ষ একই গ্রামের বিএনপি নেতা বিএনপি নেতা নূরুজ্জামান ও সেলিম হিংসার বশীভুত হয়ে সশস্ত্র লোকদের নিয়ে রাস্তাটির উপরিভাগ কেটে ফেলেন। রাস্তার মালিক আদনান ও তার গোত্রীয় লোকজন তাদের প্রতিহত করলে রাস্তার বৃহদাংশ রক্ষা পায় এবং ২জন আহত হন।

ধবংস করা রাস্তাটি মেরামত করতে সকালে এলাকার লোকজন গেলে নুরুজ্জামান ও তাদের লোকজন ফের তাদের উপর হামলা চারারে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ১০জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির হামলা ও সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com