সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন ভোটকেন্দ্রে স্মার্টকার্ড বিতরণকালে বহিরাগত লোকজন কর্তৃক স্মার্টকার্ড প্রাপ্ত নাগরিকদের কাছ থেকে স্মার্টকার্ড জোরপূর্বক ভাবে নিয়ে গিয়ে লেমিনিটিং করে ৮০/১০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে করে স্মার্টকার্ড প্রাপ্তরা প্রতিনিয়ত বিড়ম্বনার স্বীকার হচ্ছেন। স্মার্টকার্ড লেমিনিটিং করার পর কেউ টাকা কম দিতে চাইলে এ কাজের সাথে জড়িতরা এলাকার উঠতি যুবকদের দিয়ে হয়রানী ও লাঞ্চিত করে টাকা আদায় করে নিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্মার্টকার্ড বিতরণকে টার্গেট করে সিলেটে বাহিরের সংঘবদ্ধ বেশকিছু লোকজন এ ব্যবসার সাথে জড়িত রয়েছে। তারা স্মার্টকার্ড বিতরণের কেন্দ্রের পাশে লেমিনিটিং মেশিন নিয়ে বুথ করে বসে এবং স্থানীয় কিছু উঠতি যুবকদের টাকার বিনিময়ে স্মার্টকার্ড প্রাপ্তদের অনেকের হাত থেকে জোরপূর্বক স্মার্টকার্ড এনে লেমিনিটিং করে ৮০/১০০ টাকা দাবী করে। টাকা কম দিতে চাইলে তাদের লাঞ্চিত করা হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিসার রিপন হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। তবে স্মার্টকার্ড কেউ লেমিনিটিং করতে হবে এ ধরনের কোন নির্দেশনা নির্বাচন অফিস থেকে দেয়া হয়নি। স্মার্টকার্ড লেমিনিটিং নিয়ে লোকজন হয়রানীর স্বীকার হওয়ার বিষয়টি আমি জেনেছি এবং এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি