কানাইঘাটে ১৩৭ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

কানাইঘাটে ১৩৭ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে ১৩৭ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কানাইঘাট-শাহবাগ সড়কে ট্রাক বোঝাই ভারতীয় চিনিসহ ট্রাকের চালককে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে থানার একদল পুলিশ পৌরসভার বায়মপুর গ্রামের সফর আলী মেম্বারের বাড়ির পাশে কানাইঘাট-শাহবাগ সড়কে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই ১৩৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। পাশাপাশি হেলাল উদ্দিন নামে ট্রাকের চালককে গ্রেপ্তার করে পুলিশ।

 

জব্দকৃত ভারতীয় চিনির বাজার মূল্য ৬ লক্ষ ৮৫ হাজার টাকা বলে জানা গেছে।

 

এ ঘটনার থানার এসআই দুর্গা কুমার দেব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ট্রাক চালক হেলাল উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুল আউয়াল। তিনি বলেন, থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

 

এদিকে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চরিপাড়াসহ আশপাশ গ্রামের লোকজন জানিয়েছেন, মধ্যখানে সাতবাঁক ইউনিয়নে চোরাচালান অনেকটা বন্ধ হলেও বিএনপি নেতা এক ইউপি সদস্য তার দল বল নিয়ে লোভাছড়া পাথর কোয়ারীতে থাকা জব্দকৃত পাথরসহ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় চিনি লোভা নদী দিয়ে নৌকাযোগে এনে চরিপাড়া লোভারমুখ সুরমা ঘাটে এনে মজুদ কওে রাখে। পওে রাতের আধারে ট্র্যাক্টর ও ট্রাক দিয়ে বিভিন্ন এলাকায় পাচার করছে। যার কারনে এলাকার মানুষ রাতের বেলা ট্র্যাক্টরের বিকট শব্দের কারনে ঘুমাতে পারছেন না। এ এলাকায় থানা পুলিশের তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com