কানাইঘাটে ২৫ হাজার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১৭

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬

কানাইঘাটে ২৫ হাজার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১৭

images (1)

সুরমা মেইল নিউজ : পাওনা টাকা আদায়ের জের ধরে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৬ জনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাকীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুন) রাতে গাছবাড়ীতে কয়েক দফায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- আকুনি গ্রামের বাসিন্দা গাছবাড়ী বাজারের ব্যাবসায়ী শাহাব উদ্দিন (৫৫) একই গ্রামের বাহার উদ্দিন (৫৩) এর কাছে ২৫ হাজার টাকা পান। প্রায় তিন সপ্তাহ পূর্বে স্থানীয় মসজিদে জুম্মার দিন শাহাব উদ্দিন বাহার উদ্দিনের কাছে তার পাওনা টাকা চান। টাকা চাইতে গেলে তাদের দু জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তখন গ্রামবাসী বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা আমানতও করেন। রামাদ্বান চলে আসায় সালিশ হতে দেরী হয়। এরই মাঝে সোমবার গাছবাড়ী বাজারে শাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্টানে বাহার গংরা গিয়ে টাকা নিয়ে উচ্চবাচ্য কথা বলেন। এ সময় শাহাব উদ্দিনের এক ছেলের উপর হামলা করা হয়। শাহাব উদ্দিন এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। পরে শাহাব উদ্দিনের লোকজন খবর পেয়ে বাড়ী থেকে আসলে দু পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহাব উদ্দিনের প্রায় ১৫ জন আহত হন আর বাহার উদ্দিনের পক্ষের ২ জন আহত হন।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- মিসবা উদ্দিন ( ৫০), শাহীন (৩২), সিরাজ উদ্দিন (৩০), ইজ্জত উল্লাহ (৪৮), কবির উদ্দিন (২২), জয়নাল ( ৫০)। বাঁকি আহতদের নাম পরিচয় জানা যায় নি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com