কানাইঘাট সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় সুপারী আটক

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

কানাইঘাট সীমান্তে সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় সুপারী আটক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাটে ৪১ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর টহল দল অবৈধভাবে আসা ভারতীয় একটি সুপারীর চালান আটক করেছে।

জানা যায়, শুক্রবার রাতে বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বালিধারা কাঁচা রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ১টি পিকআপসহ ১২৯০ কেজি ভারতীয় সুপারীর চালান  আটক করে।

ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো: শাহেদ মেহের জানান, আটককৃত পিকআপ এবং শুকনা সুপারীর মূল্য প্র্য়া  ১৬ লাখ ৩৯ হাজার ৫’শ টাকা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com