কানাডার আকাশে দুই সূর্য

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৫

কানাডার আকাশে দুই সূর্য
two sun
সুরমা মেইলঃ অবিশ্বাস্য হলেও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাবাসী সকালে ঘূম ভেঙে দেখে পুবের আকাশে দুটি সূর্য।

এই মিরাকল  ঘটনাকে বলা হয় ‘হানটারস মুন’।

সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় আর চাঁদের অস্ত যাওয়ার সময় এক হয়ে যায়, এবং চাঁদ ও সূর্য ঠিক একে-অপরের বিপরীতে থাকে, তখন এমন ঘটনা ঘটে।

ঘটনাটা আসলে চাঁদ-সূর্য মুখোমুখি। বিশেষ কোণ বা ডিগ্রিতে থাকার কারণে চাঁদ সূর্যকে এত জোরালোভাবে প্রতিফলিত করে যে মনে হয় আকাশের দুই পাশে যেন দুটো সূর্য। প্রায় দুই দিন এই অবস্থানে থাকে চাঁদ-সূর্য। ওয়েবসাইট।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com