কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ ৭ জন নিহত

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ ৭ জন নিহত

flight

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার কিউবেকের পূর্ব উপকূলে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে দেশটির এক প্রাক্তন মন্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার ইলেস ডি লা মেডেলিন বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। নিহত জিন লাপিয়েরে (৫৯) কানাডার প্রাক্তন যোগাযোগমন্ত্রী ছিলেন। তিনি সিটিভি নামে একটি টেলিভিশন চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করতেন। সিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে লাপিয়েরে, তার স্ত্রী, দুই ভাই ও এক বোন ছিলেন। তারা সবাই লা মেডেলিনে যাচ্ছিলেন লাপিয়েরের বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে। গত সোমবার টুইটার বার্তায় লাপিয়েরে জানিয়েছিলেন, তারা বাবা পারকিনসন রোগে মারা গেছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি মন্ট্রিলের সেন্ট হাবার্ট বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল। প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে । কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটার বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, লাপিয়েরের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে বিশাল ক্ষতি হলো।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com