‘কাবালি’র মুক্তির আগেই ২০০ কোটি রুপি!

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

‘কাবালি’র মুক্তির আগেই ২০০ কোটি রুপি!
Kabali20160505094716
বিনোদন ডেস্ক : রজনীকান্ত বলে কথা। তামিল এ সুপারস্টার ৬০ এর ঘর পেরিয়ে চমকে দিচ্ছেন সবাইকে। তার নতুন ছবি ‘কাবালি’ মুক্তি পায়নি এখনো। অথচ এরিমধ্যে ছবির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে।
ছবিটির পরিবেশনা ও স্যাটেলাইট স্বত্বের কিনতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছিল। সম্প্রতি এ খাত থেকেই ২০০ কোটি রুপির বেশি আয় হয়েছে ‘কাবালি’ ছবির নির্মাতাদের। চলচ্চিত্রের বাণিজ্যিক বিশ্লেষক শ্রীধর পিল্লাই এমনই খবর জানিয়েছেন রজনীভক্তদের।
১ জুলাই কাবালি ছবিটি মুক্তি দেয়া হবে সারা বিশ্বের প্রায় পাঁচ হাজার প্রেক্ষাগৃহে। তামিল, তেলেগু, মালায়াম ও হিন্দি মোট চারটি ভাষার মুক্তি পাচ্ছে কাবালি। ১১ জুন বেশ জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তি পাচ্ছে ছবির অডিও। সূত্রঃ ইন্ডিয়া টুডে
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com