সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৫
সুরমা মেইল : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তার স্বজনরা। তাদের সাথে রয়েছেন সালাউদ্দিন কাদেরের আইনজীবীরাও।
বেলা ১২টার ২০ মিনিটে ৫টি গাড়িতে করে তারা কারাগারের ফটকের সামনে আসেন। ধারণা করা হচ্ছে স্বাক্ষাতের জন্য তারা ১ থেকে দেড় ঘন্টা সময় পাবেন। এর আগে মৃত্যুদ- প্রাপ্ত আসামীর পরিবার স্বাক্ষাতের জন্য দেড় ঘন্টা সময় পেয়েছিলেন।
এদিকে, এই রায় ও জামায়েতের ডাকা হরতালকে কেন্দ্র করে কারাগার এলাকায় কড়া নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বুধবার (১৮ নভেম্বর) সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
Design and developed by ওয়েব হোম বিডি