কারাগারে হাসি টাট্টায় নুর হোসেন

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৫

কারাগারে হাসি টাট্টায় নুর হোসেন

noor

সুরমা মেইল : কারাগারে খোশ মেজাজে আছেন নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের শাপলা সেলের একটি কক্ষে তাকে আলাদা রাখা হয়েছে। ওই  কক্ষে আর কাউকে রাখা হয়নি। সেখানে তিনি খোশ মেজাজে আছেন। কারা কর্তৃপক্ষের সরবরাহ করা খাবার ছাড়াও তিনি বাইরে থেকে আপেল, আঙুর, জাম্বুরা, বেদানাসহ বিভিন্ন রকমের মৌসুমি ফল সংগ্রহ করেছেন। প্রিজনার্স ক্যাশে টাকা জমা দিয়ে তিনি বাইরে থেকে পছন্দের খাবার সংগ্রহ করেন। কারাসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কারাসূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর থেকেই নূর হোসেন ফুরফুরে মেজাজে আছেন। তার নিরাপত্তায় দায়িত্বরত কারারক্ষীদের সঙ্গে কথা বলে তাদের ভালো-মন্দ জানতে চেয়েছেন। সেখানে তাকে সারাক্ষণই হাসিখুশি দেখা গেছে। মাঝেমধ্যে গুনগুন করে গান গাইতেও দেখা গেছে বলে কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com