কারাবন্দি খান জামালকে নির্বাচিত করার সবিনয় আবেদন তার স্ত্রীর

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

কারাবন্দি খান জামালকে নির্বাচিত করার সবিনয় আবেদন তার স্ত্রীর

bnp1
সুরমা মেইল নিউজ : বর্তমান কারাবন্দি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আবদুল আহাদ খান জামালকে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করার সবিনয় আবেদন জানিয়েছেন তার স্ত্রী ফারহানা জামাল পপি। সকল অপপ্রচার ও ষড়যন্ত্র উপক্ষো করে ৭ ফেব্রুয়ারী জেলা বিএনপির কাউন্সিলে জামালকে নির্বাচিত করতে কাউন্সিলরদের প্রতি তিনি এ অনুরোধ জানান। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতির মাধ্যমে পপি বলেন, আমার স্বামীর রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কয়েকদিন ধরে একটি কুচক্রি মহল ভোটারসহ বিভিন্ন মহলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কুচক্রি মহলটি বলে বেড়াচ্ছে আমার স্বামী আবদুল আহাদ খান জামাল শেষ মূহুর্তে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তারা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার যতেষ্ট তথ্য আমাদের কাছে আছে। একজন কারাবন্দি মানুষকে নিয়ে এরকম মিথ্যাচার শুধু দু:খজনক নয় লজ্জাজনকও। সত্যের জয় হবেই উল্লেখ করে খান জামালের স্ত্রী পপি বলেন, আমার স্বামী যদি জীবনভর দলের প্রতি আনুগত্যশীল ও দুর্দিনে রাজপথে থেকে থাকেন এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আপোষের চোরাবালি পথে না হেঁটে থাকেন এবং সর্বশেষ দলের কারণেই বৃদ্ধ মাতা-পিতা ও অবুঝ সন্তানকে রেখে দীর্ঘ আড়াইমাস থেকে কারাগারে বন্দি থেকে থাকেন, তবে নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে আমার স্বামীকে নির্বাচিত করে অপপ্রচার ও চক্রান্তের জবাব দিন। আমার পরিবার সম্মানিত কাউন্সিলরদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com