সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে কেন্দ্রীয় কারাগারের ফটকে তুলকালাম কাণ্ড ঘটিয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর গ্রুপের নেতাকর্মীরা। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় কারারক্ষী ও সাংবাদিকের উপর হামলা চালায়। এতে আহত হয়েছেন ৪ সাংবাদিকসহ বেশ কয়েকজন। ভাংচুর করা হয়েছে ২৫টি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল পৌনে ৬টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুর কারাগার থেকে মুক্তিলাভ নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে এ কাণ্ড ঘটায়।
জানা যায়- বৃহস্পতিবার হিরন মাহমুদ নিপু হাইকোর্ট থেকে জামিন পান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন জেনে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী তাকে স্বাগত জানাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তখন তারা তার মুক্তিলাভের আনন্দে নানা শ্লোগান দিতে থাকেন। কারারক্ষীরা তাদেরকে শ্লোগান না দিয়ে নীরব থাকতে বলেন। ছাত্রলীগ নেতারা কারারক্ষীদের কথা না শুনে শ্লোগান দিতে থাকে। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় কারাগারের সামনে থাকা অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করে ছাত্রলীগ নেতারা।
এ ব্যপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি রহমত উল্লাহ জানান, ছাত্রলীগ নেতা নিপুর মুক্তিলাভ নিয়ে কারাগারের সামনে ছাত্রলীগ ও কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটি কারাগার কতৃপক্ষ আওতায় থাকায় তারাই এটি দেখবে।
Design and developed by ওয়েব হোম বিডি