কারিনার শর্ত মেনে নিতে আপত্তি ছিলনা সাইফের

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৬

কারিনার শর্ত মেনে নিতে আপত্তি ছিলনা সাইফের

download (5)

বিনোদন ডেস্ক: সাড়ে তিন বছর হল গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। বি-টাউনে কাপল হিসেবে তাঁদের নিয়ে কম আলোচনা হয় না। কিন্তু বিয়ে নিয়ে গোপন থাকা রহস্য এতদিনে ফাঁস করলেন তাঁরা। এই সেলেব দম্পতি হলেন সাইফ আলি খান এবং কারিনা কাপূর খান।

বিয়ের আগে সাইফকে রীতিমতে শর্ত দিয়েছিলেন কারিনা। জানেন সেই শর্ত কী?

নায়িকার কথায়, ‘‘আমি সবসময় কাজ করতে চেয়েছি। অর্থ উপার্জন করে স্বাধীন থাকতে চেয়েছি। সাইফকে বিয়ে করার আগে আমি স্পষ্ট বলেছিলাম, বিয়ের পর আমাকে কাজ করতে দিতে হবে। আমার কাজ নিয়ে ওর কোনও আপত্তি ছিল না। আজ আমি একইসঙ্গে কাজ করে টাকাও রোজগার করছি, আবার স্ত্রীর দায়িত্বও সামলাচ্ছি। আমার বরও এতে সম্পূর্ণ সাপোর্ট করছে।’’

ফিল্মি পরিবারে বড় হওয়া সাইফের পরিবারের মহিলাদের কাজ করা নিয়ে কোনও ট্যাবু নেই। তাই কারিনার শর্ত মেনে নিতে একটুও আপত্তি করেননি ছোটে নবাব।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com