কারিনার সঙ্গে আমার সম্পর্ক ‘ওয়ার্ল্ড সিক্রেট’ : শহিদ কাপুর

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭

কারিনার সঙ্গে আমার সম্পর্ক ‘ওয়ার্ল্ড সিক্রেট’ : শহিদ কাপুর

Manual2 Ad Code
বিনোদন ডেস্ক :: এক সময়ের দারুণ জুটি, কারিনা-শহিদ কাপুর। অবশ্য এখন বিয়ে করেছেন দু’জনই। সন্তানের বাবা-মাও হয়েছেন। তবুও অতীত প্রেম এখনো পিছু ছাড়েনি শহিদ-কারিনার। শহিদের মতে তাদের সেই সম্পর্ক নাকি ‘ওয়ার্ল্ড সিক্রেট’!
সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে শাহিদকে তার অতীত নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তার পুরনো প্রেমের কথা। শুনে দৃশ্যতই অবাক হয়ে যান শহিদ। উল্টে প্রশ্ন করেন, কী তার সেই গোপন অতীত যা প্রশ্নকর্তা জানেন?
তখন অন্য এক নারী শহিদের পুরনো প্রেম কারিনা কাপুরের কথা বললে শহিদের জবাব, এটা আর কী করে গোপন হবে ম্যাডাম? এটা তো সবাই জানে। ওয়ার্ল্ড সিক্রেট।
২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত নাকি সম্পর্ক ছিল কারিনা ও শহিদ কাপুরের। তাদের শেষ ছবি ‘যব উই মেট’। ব্রেকআপের পর কারিনা প্রেমে পড়েন সাইফ আলী খানের।
বিয়েও হয় তাদের। আপাতত তারা ছোট্ট তৈমুরের গর্বিত বাবা-মা। অন্যদিকে ২০১৫-য় শাহিদের বিয়ে হয় মীরা রাজপুতের সঙ্গে। মেয়ে মিশাকে নিয়ে পারিবারিক জীবনে ব্যস্ত তারাও। সূত্র : আনন্দবাজার
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code