সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪
মকিস মনসুর, কার্ডিফ সংবাদদাতা :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওন-এর উদ্যোগে রোববার (৭ এপ্রিল) কার্ডিফের জালালিয়া মসজিদে বিপুলসংখ্যক লোকের উপস্থিতিতে এক ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।
সংগঠনের ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির। দোয়ার মাধ্যমে গ্রেটার সিলেট কমিউনিটির উন্নয়নে ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যের বন্ধনে কাজ করা সহ মুসলিম উম্মার সূখ শান্তি সমৃদ্ধি কামনা করা হয়েছে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমেদ,জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, হাফিজ মাওলানা খায়রুল আলম, বদর উদ্দিন চৌধুরী বাবর, শাহ গোলাম কিবরিয়া, আব্দুল ওয়াহিদ বাবুল, ইউসুফ খান জিমি, এম আসরাফ আলম, কাওসার হোসেন,বশর সিকদার, জামাল আহমদ বকুল, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম সিপু, কয়েস আহমদ খান, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, বদরুল হক মনসুর, শামীম চৌধুরী, আব্দুল আহাদ, আসাদ মিয়া, কামরুল ইসলাম বাবু, মোহাম্মদ ফয়ছল মনসুর, আব্দুর রুউফ, শরীফ আহমেদ,জুবায়েদুর রহমান জুবায়ের, আব্দুল মানিক, আব্দুল মোক্তাদির সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সংগঠনের ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান ও ট্রেজারার এবি রুনেল, এবং মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া,সহ কমিটির নেতৃবৃন্দের সাবিক ব্যাবস্থাপনায় আজকের এই সুন্দর আয়োজন করা হয়েছে এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গ্রেটার সিলেট কমিউনিটির উন্নয়নে ও মানবতার কল্যাণে সবাইকে নিয়ে ঐক্যের বন্ধনে কাজ করার যে দীপ্ত শপথ আমরা নিয়েছি, এই লক্ষ্যে আমাদের আগামীদিনের কায্যক্রম চালিয়ে যেতে হবে এবং নিষ্টা ও নিরলসভাবে কাজ করতে হবে বলে অভিমত ব্যাক্ত করেছেন।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি