কালিগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৬

কালিগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ এর উপর থেকে মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার সন্ধ্যায় কালিগঞ্জ বাজারে জাপা ও অঙ্গসহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কালিগঞ্জ বাসস্ট্রেশনে পথ সভায় এসে মিলিত হয়।

মানিকপুর ইউনিয়ন জাপার সভাপতি সিরাজুল ইসলাম সুরুজ মিয়ার সভাপতিত্ব ও জেলা জাতীয় ছাত্র সমাজের সম্মানিত সদস্য এম রুহুল আমীনের পরিচালনা বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল জালাল, সাধারণ সম্পাদক নোমান উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন প্রমূখ।

পথসভা ও মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক আব্দুল মতিন (মেম্বার), যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, শামীম আহমদ, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, মিনহাজ আহমদ, খালেদ আহমদ, আজমল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com