কাল ঢাকায় আশা হচ্ছেনা কারিনার

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৬

কাল ঢাকায় আশা হচ্ছেনা কারিনার

karina

বিনোদন ডেস্ক : অন্তর শোবিজের আয়োজনে আগামীকাল ঢাকায় আসার কথা ছিল বলিউড কুইন কারিনা কাপুর খানের। তবে আকস্মিকভাবে একদিন আগে অনুষ্ঠানটি স্থগিত করার ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের অনুষ্ঠান ব্যবস্থাপক দ্বীপ আহমেদ। বিশেষ কারণে কারিনা কাপুরের আগামীকালের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এর নতুন তারিখ জানানো হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

আগামীকাল শুক্রবারের অনুষ্ঠান উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকায় আসার কথা ছিল বলিউডের সাড়া জাগানো নায়িকা কারিনা কাপুর খানের। এ বিষয়ে সব আয়োজনও সম্পন্ন করা হয়েছিল বলে জানিয়েছিলেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। তবে হঠ্যাৎ করেই আয়োজনটি স্থগিত করা হলো।

এই আয়োজনে কারিনা কাপুর ছাড়াও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুরের অংশ নেওয়ার কথা ছিল। অনুষ্ঠানে বাংলাদেশি চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিলের সাথে মঞ্চে নাচার কথা ছিল কারিনার।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com