কাল মুস্তাফিজদের প্রতিপক্ষ গ্লাস্টারশায়ার

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

কাল মুস্তাফিজদের প্রতিপক্ষ গ্লাস্টারশায়ার

images (1)

স্পোর্টস ডেস্ক : সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে এখন ইংল্যান্ডে রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে তিনি ইতোমধ্যে ‍দুইটি ম্যাচ খেলেছেন। অভিষেক ম্যাচে চার উইকেট পেয়ে দলকে জেতালেও গতকাল সারের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন ‘কাটার মাস্টার’।

রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ম্যাচে আগামীকাল গ্লাস্টারশায়ারের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের দল সাসেক্স শার্কস। রবিবার শেলটেনহ্যামের কলেজ গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাসেক্সের অবস্থা মোটেও ভালো না। সাউথ গ্রুপে চারটি ম্যাচ খেলে তারা তিনটিতে হেরেছে। নয়টি দলের মধ্যে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নীচে। অথচ, কোয়ার্টার ফাইনালে খেলতে হলে সেরা চারে থাকতে হবে। কালকের ম্যাচ ধরে মুস্তাফিজদের এখনও চারটি ম্যাচ রয়েছে।

কাল মুস্তাফিজদের প্রতিপক্ষ গ্লাস্টারশায়ারের অবস্থাও একইরকম। গত আসরের চ্যাম্পিয়ন দলটি এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে তারা সাসেক্সের উপরে তথা আট নম্বরে রয়েছে।

সাত পয়েন্ট নিয়ে সবার উপরে আছে এসেক্স। ছয়, পাঁচ ও চার পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই, তিন ও চার নম্বরে আছে গ্লামরগান, সমারসেট ও কেন্ট।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com