সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬
বিনোদন ডেস্ক : আগামীকাল সারা দেশে একযোগে মুক্তি পাচ্ছে আশিকুর রহমান পরিচালিত মুসাফির সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষার পর ২২শে এপ্রিল সারাদেশে প্রায় ৮০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
মুসাফির সিনেমাটিতে অভিনয় করেছেন- আরিফিন শুভ, মারজান জেনিফা, মিশা সওদাগর, রবিউল ইসলাম রবি, শিমুল খান সহ অনেকে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে মারজান জেনিফার। অনন্য মামুন পরিচালিত একটি রোমান্টিক ঘরানার সিনেমার মাধ্যমে শুরু হলেও মুসাফির সিনেমার মাধ্যমেই প্রথমবারের মত বড় পর্দায় আসছেন জেনিফা। সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে তাকে।
মুসাফির সিনেমাটি মুলত গড়ে উঠেছে একজন পেশাদার খুনির পথে পথে ঘুরে বেড়ানোর উপর ভিত্তি করে। সিনেমাটিতে দেখা যাবে আরিফিন শুভ একজন খুনি যে কিনা ডাক্তার মেহজাবীনকে তুলে নিয়ে আসে এবং পথে বেরিয়ে যায়। ঘুরে বেড়ায় মুসাফির রূপে। সিনেমাটিতে মেহজাবীন চরিত্রে অভিনয় করেছেন জেনিফা।
অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমা প্রসঙ্গে জেনিফা বলেন একজন অভিনয়শিল্পীকে যে কোনো চরিত্রে চরিত্রায়নের চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত। মুসাফির সিনেমাটি অনেকটা অ্যাকশন নির্ভর হলেও এখানে হৃদয়স্পর্শি রোমান্টিকতা রয়েছে। এটাকে শুধুমাত্র অ্যাকশননির্ভর কিংবা রোমান্টিক বলা চলে না।
জেনিফা আরো বলেন, সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রের রসায়ন এবং শান্তশিষ্ট চ্যালেঞ্জিং চরিত্রটি আমাকে আকৃষ্ট করেছে। আর এ কারণেই সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্রই লুফে নেই।
মুসাফির প্রসঙ্গে সিনেমার পরিচালক আশিকুর রহমান জানান,মুসাফির সিনেমার প্রতিটি দৃশ্য,গান এবং চিত্রায়ন আন্তর্জাতিক মানের। অনেক যত্নসহকারে সিনেমাটির প্রতিটি দৃশ্য চিত্রায়ন করা হয়েছে।
চট্টগ্রামের র্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়েই জেনিফার মিডিয়া জগতে পথচলা শুরু হয়েছিলো। বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি ৬ টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি ঢাকার শান্তা মরিয়ম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং বিষয়ে এ অধ্যায়নরত।
আগামীকাল ‘মুসাফির’এর মুক্তি উপলক্ষে বর্তমানে চট্টগ্রামের সিনেমা প্রেমিদের মধ্যে আলাদা ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। কারণ এর আগে চট্টগ্রাম থেকে ঢাকায় সিনেমায় উঠে এসেছেন শাবানা,অঞ্জু ঘোষ,পূর্ণিমাদের মতো অভিনেত্রীরা। তাদের পথে জেনিফা কতটুকু হাঁটতে পারবেন সেটিই দেখতে মুখিয়ে আছেন চলচ্চিত্রপ্রেমীরা।
Design and developed by ওয়েব হোম বিডি