সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : কাল সিলেটে আসছেন জননেত্রী শেখ হাসিনা প্রস্তুত সিলেট নগরী তাকে বরণ করে নিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। খাবার ম্যানুতে রাখা হয়েছে তার আগ্রহের সাতকরার দিয়ে তৈরী গরুর মাংশের তারকারী। প্রধান মন্ত্রী বিগত বছরের এক আলাপচারিতায় বলে ছিলেন তিনি এবার সিলেট এলে সিলেটের ঐতিহ্যবাহী সাতকরার দিয়ে গরুর মাংশের তারকারী খাবেন। তার এ আগ্রহকে বাস্তবায়ণ করতে সাতকরার তারকারী প্রস্তুতি নেওয়া হয়েছে সব ম্যনুর সাথে সাতকরার তারকালওি তাকছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুত রয়েছে সিলেট। টানা দ্বিতীয়বার সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেট সেজেছে বর্ণিল সাজে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের তোরণের পাশাপাশি পোস্টার, ব্যানার, ফেস্টুনে এ যেন এক অন্য নগরী। প্রধানমন্ত্রীর সিলেট সফরের নিরাপত্তা নিশ্চিত করতে জনসভাস্থল ও নগরীর প্রধান প্রধান সড়কে বসানো হয়েছে অর্ধশতাধিক সিসি ক্যামেরা। সিসি ক্যামেরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ৬ স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, জনসভার স্থলসহ আশপাশের প্রধান প্রধান সড়কের পাশে অর্ধশতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। মঙ্গলবার থেকে এ ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। এছাড়া ১ সপ্তাহ থেকে পুলিশ ও ১ মাস আগ থেকে গোয়েন্দা বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেট বিভাগজুড়ে দলীয় সংসদ সদস্যরাসহ দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী প্রচার প্রচারণা ও কর্মীসভায় ব্যস্ত দিন কাটিয়েছেন। প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা। অপরদিকে প্রধানমন্ত্রীর আলিয়া মাদরাসা মাঠের জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আশা প্রকাশ করেছেন সিলেট আওয়ামী লীগের নেতারা। বুধবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, বিগত ৭ বছর আওয়ামী লীগ সরকার সারা দেশের ন্যায় সিলেটে ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমানেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, আলিয়া মাঠের জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তাঁর বক্তব্য শুনতে সিলেটের চারটি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ মানুষ উপস্থিত হবেন। ওই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ। কাল বৃহস্পতিবার সিলেট সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবে যোগদানের পাশাপাশি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএন’র ব্যারাক ভবন, ওসমানীনগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর তীরে নির্মিত ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠের সীমানা প্রাচীর ও গেট উদ্বোধন করবেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি